সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

এসডিএফ এর গ্রামসমিতি পর্যায়ে বেসিক কম্পিউটার অপারেশন প্রশিক্ষণ

মাইনুল হক  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত : ০৬:০২ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রোববার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্ভুক্ত একটি স্বায়ত্বশাসিতএবং অলাভজনক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক সরকারের রুপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীন উন্নয়নের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের প্রায় ৩৫ টি জেলায় বর্তমানে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। গ্রামীন অবকাঠামোসহ দরিদ্র এবং অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নএবং গ্রামীণ দরিদ্র এবং অতি দরিদ্র পরিবারের মহিলাদের বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত করে তাদের সক্ষমতাবৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ২০০০ সাল থেকে এসডিএফ কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১ নং মহারাজপুর ক্লাস্টার অফিসের নিয়ন্ত্রনাধীন ২৫ টি গ্রামের ২৫ জন মহিলাকে ০৯ নভেম্বর ২০২৩খ্রি. এবং  ১১ নভেম্বর ২০২৩খ্রি. তারিখে দুইদিন ব্যাপি পিয়ারাপুর পশ্চিমগ্রাম সমিতির অফিসে বেসিক কম্পিউটার অপারেশনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসডিএফ ১ নং মহারাজপুর ক্লাস্টারের ক্লাস্টারঅফিসার শামিম হোসেনের সার্বিক তত্ত¡াবধানে এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশীদ। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা কর্মকর্তা (আইটি এ্যান্ড এমআইএস) সৈয়দ তানজির ইসলাম। প্রশিক্ষণ পরিচালনায় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন এসডিএফ ১ নং মহারাজপুর ক্লাস্টারে কর্মরত ক্লাস্টার হেলথ এ্যান্ড নিউট্রিশন ফ্যাসিলিটেটর এফ এম মাসুম, ডাটাএন্ট্রি অপারেটর কর্ণ রামরায় এবং ক্লাস্টার ফ্যাসিলিটেটর (জেনারেল) আমজাদ হোসাইন।
প্রশিক্ষনের ১ম দিন এসডিএফ ১ নং মহারাজপুর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার শামিম হোসেন স্বাগত বক্তব্য প্রদানপূর্বক প্রশিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এরপর এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশীদ গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেনএবং এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন। প্রশিক্ষণের ২য় দিনএসডিএফ ১ নং মহারাজপুর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার শামিম হোসেন অনুষ্ঠিত প্রশিক্ষন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন।