সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

উদয়নও তূর্ণা নিশিতার এক্সিডেন্ট মন্দবাগ ট্র্যাজেডি ব্রাহ্মণবাড়িয়া

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রোববার

মন্দবাগ ট্রেন সংঘর্ষ ২০১৯ সালের ১২ নভেম্বর রাত পৌনে ৩টা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগে সংগঠিত হয়। মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৭ জন নিহত হয় ও ৫৭ জন আহত হয়।
দিনটা তখনও শুরু হয়নি প্রথম প্রহর তখন, ঘড়িতে রাত ২ টা মনেহয় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস তূর্ণা এক্সপ্রেসের সাথে  ক্রসিং নির্দেশে মন্দবাগ স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করবে। তূর্ণা নিশিথা মন্দবাগ স্টেশন আউটারে দাঁড়ানোর সিগনাল পেলো।

ভুলটা ছিলো তূর্ণার চালক বসিরউদ্দীনের। সিগনাল অমান্য করার ফল কতটা ভয়ানক হতে তা হয়তো কেউই জানতো না। লাল সিগনাল অমান্য করে তূর্ণা এক্সপ্রেস মন্দবাগ স্টেশনের ২ নং মেইন লাইনে ঢুকে পড়ে। উদয়ন তখনও সম্পূর্ণ কোচ নিয়ে ১ নম্বর লুপ লাইনে প্রবেশ করতে পারে নি। ফল হিসেবে শেষের ৪ টি কোচে সজোরে আঘাত হানে তূর্ণা এক্সপ্রেস। নিমিষেই দুমড়ে মুচড়ে যায় উদয়নের ২ টি কোচ। ঘুমের ঘোরেই হয়তো দুনিয়া থেকে বিদায় নেয় অনেকগুলো প্রাণ। তারা কী জানতেন, এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। নিজেকে ঐ স্থানে কল্পনা করলে শরীর শিউরে ওঠে। এলাকাবাসীর চোখে যেখানে লাশের মিছিল। এত লাশ তাহলে কোথায় গেলো। এরুপ দূর্ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে।