বিএনপি জামায়াতের অবৈধ হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল
নজরুল ইসলাম,গাজীপুর।
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার
দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতার অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর বাজারে যুব মহিলা লীগ নেতাকর্মীরা এ শান্তি সমাবেশ করেন।
গাজীপুর ৩ আসনের এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এর দিক নির্দেশনায় সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোনা সরকারের নেতৃত্বে একটি মিছিল মনিপুর বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদর্শন করে শ্যামলী মোর গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামাত গণ-আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য আর জনগণের জানমালের ক্ষতি করছে। সুতরাং তাদের কথায় আর এদেশের মানুষ বিশ্বাস করে না। যারা মানুষ মারে, পেট্রোল বোমা মারে, গাড়িতে অগ্নিসংযোগ করে এদেশের জনগণ তাদেরকে আর চায় না। যারা এদেশের বিরুদ্ধে, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদেরকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবে যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা।
