সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

সোনামসজিদ বন্দর দিয়ে এলো আরও ৫১৮ টন আলু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ২১ জনআমদানিকারক ১৫ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে। এরই ধারাবাহিকতায়সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মত ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৯ ট্রাকে ৫১৮ মেট্রিক টন আলু সোনামসজিদ স্থলবন্দও দিয়ে প্রবেশ করেছে। এতে স্থানীয় খুচরা বাজারেও কেজিতে ১০-১২ টাকা কমেছে। খুচরা বাজারে ৪০টাকা কেজি দরে আলু বিক্রি হতে দেখা গেছে। এতে অনেকটা স্বস্তি ফিরে এসেছে ভোক্তাদেও মাঝে।
জেলা শহরের সদরঘাট বাজারে গিয়ে কথা হয় আসরাফ হোসেন নামের আলু কিনতে আসা এক ব্যক্তির সাথে। তিনি বলেন, গত পরশু আলু কিনেছি ৬০ টাকা কেজি। আর আজকে বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা কেজির দরে। ভারত থেকে আলু আমদানির খবরেই কমে গেছে আলুর দাম। আলুর পর্যাপ্ত যোগান রয়েছে। আমার মনে হয় দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এ আলুর দাম বাড়িয়েছিলেন।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেড ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সারাদিনে ১৯টিভারতীয় ট্রাক আলু নিয়ে পানামায় প্রবেশ করেছে। এভাবে আলু আমদানি হলে স্থানীয় বাজারে আলুর দাম অনেকটায় কমে আসবে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, সারাদিনে আলু ভর্তি মোট ১৯টি ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। এতে মোট আলু এসেছে ৫১৮ মেট্রিক টন। পর্যায়ক্রমে আরও আসবে। দেশের বাজার নিয়ন্ত্রণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আলু আমদানিকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে ছাড়পত্র দেয়া হচ্ছে।