সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

ঝিলিমে টিসিবি’র ন্যায্য মূল্য পণ্য সংগ্রহ করছেন ক্রেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার

প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করছে টিসিবি।
রবিবার(৫নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-ঝিলিম এলাকায় টিসিবির ন্যায্য মূল্য পণ্য সংগ্রহ করেন সাধারণ ক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য ক্রয় করছেন।  
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান। এসময় গ্রাম পুলিশ আবুল হোসেন উপস্থিত ছিলেন।
ওই এলাকার টিসিবির পন্য বিক্রির দায়িত্বে ছিলেন মেসার্স মিন্টু এন্টার প্রাইজ এর সত্ত্বাধিকারী এমদাদুল হক মিন্টু ও মেসার্স আলভি এন্টার প্রাইজ এর সত্ত্বাধিকারী বাবুল হোসেন নয়ন। তারা জানান- গত দুইদিনে ঝিলিম এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোট ৩৫০০ জনের কাছে এই পণ্য সামগ্রী বিক্রি করেছি। তিনি আরো জানান, এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, পাঁচ কেজি চাল।
এর মধ্যে প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম রাখা হবে ১০০ টাকা। প্রতি কেজি চাল ৩০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।