সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রধান বিচারপতির সঙ্গে সিইসি-ইসির সাক্ষাৎ কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১১:১৮ এএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে আগামীকাল বুধবার (১ নভেম্বর) সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন আগামী বুধবার। প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।