বিএনপির হামলা গাজার হাসপাতালের ঘটনা মনে করিয়ে দিচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রোববার
গাজার হাসপাতালে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে, বিএনপির হামলার ঘটনা সেটাই মনে করিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এমন কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীরা হাসপাতালেও হামলা চালিয়েছে। হাসপাতালের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে। এভাবে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে, যাতে সেবিকা ও হাসপাতালকর্মীরা আহত হয়েছেন। এখন গাজার হাসপাতালে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে, বিএনপির বর্বোরোচিত হামলা সেই ঘটনাই মনে করিয়ে দেয়।
তিনি বলেন, ‘সংবাদকর্মীরা ও পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আমরা দেখলাম তাদের ইটপাটকেলে এক পুলিশ সদস্য মাটিতে পড়ে যাওয়ার পর দেখলাম ছাত্রদলের এক নেতা এসে পুলিশ পেটাচ্ছেন। এমনভাবে পিটিয়েছেন, তারপর চাপাতি দিয়ে তার মাথা খণ্ডিত করা হয়েছে। এভাবে নৃশংস বর্বোরোচিত হত্যাকাণ্ড আপনারা খুব কম দেখেছেন।
