বৃহস্পতিবার   ০১ মে ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

রিয়াদ হোসাইন :

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০২৩ বুধবার

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৪৫ ইয়াবা, ১১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৬০ বোতল দেশি মদ ও ২১টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (১৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা করা হয়েছে।