মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা : আব্দুল ওদুদ এমপি
চাঁপাইনবাবগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।বর্তমান সরকার মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রেহাইচর এলাকায় নবাবগঞ্জ মহিলা ফাযিল মাদরাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল ওদুদ এমপি বলেন- কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা বলা চলে এ যাবৎকাল অবহেলিতই ছিল। এ পর্যন্ত কোনো সরকারকেই কওমি শিক্ষা ব্যবস্থার প্রতি তেমন গুরুত্ব দিতে দেখা যায়নি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উদার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা মঙ্গলময় এবং গুরুত্বপূর্ণ তা যে কোনো সচেতন মানুষ একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। একজন উদার ও বড় মনের নেতা হওয়ার কারণে তিনি সব ধরনের বাধা-বিঘœ উপেক্ষা করে কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়ে সমাজের মূলস্রোতে নিয়ে এসেছেন। এসব সম্ভব হয়েছে, মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী আগ্রহী ছিলেন বলেই।
তিনি আরো বলেন- দেশ স্বাধীন হবার পর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, কাকরাইলে দেশী-বিদেশী ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ করেছেন, ইজতেমার ব্যবস্থা করেছেন। তাঁরই কন্যা দেশের ৬৪ জেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। অথছ, বিএনপি-জামায়াত বলে আওয়ামী লীগ ইসলাম বিরোধী।
তিনি বলেন- আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।’ সেজন্য আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. সোহরাব আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার, পৌর আওয়ামী লীগ ১১নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল্লাহ আল মেহেদী। স্বাগত বক্তব্য দেন মাদরাসার প্রধান শিক্ষক এম কাফী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আব্দুল বারী।
এর আগে, আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১১ নং ওয়ার্ডের নতুন হাট নামোশংকরবাটি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
