ক্যানসারের সঙ্গে লড়ছেন পলি সায়ন্তনী
প্রকাশিত : ০১:২১ পিএম, ৫ মে ২০১৯ রোববার

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও বাদশা বুলবুলের ছোট বোন সংগীতশিল্পী পলি সায়ন্তনী। তবে অনেক দিন পলির নতুন কোনো গানের খবর নেই। এবার মন খারাপের খবরে শিরোনাম হলেন তিনি। দুই বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছেন এই সংগীতশিল্পী।
পলি সম্প্রতি তার অসুখ নিয়ে মিডিয়াতে মুখ খুলেছেন। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলেও বিস্তারিত জানিয়েছেন তার অসুখ নিয়ে। পলি বলেন, ‘ভেবেছিলাম সময়মতো ধরা পড়েছে ক্যানসার। চিকিৎসায় হয়তো সেরে উঠব। কিন্তু তেমনটি হয়নি। এর আরও দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। এ যে কত কষ্টের এক অসুখ, আল্লাহ যেন কাউকে এই অসুখ না দেন।’ তিনি অভিমান নিয়ে বলেন, ‘আমি কাউকে অসুখের ব্যাপারে কিছু জানাতে চাইনি। কারণ শিল্পীরা অসুখে পড়লে সেসব নিয়ে নিউজ হলে লোকে হাসাহাসি করে। ভাবে সরকারি সাহায্য পাওয়ার জন্য এসব অসুখের নাটক। আমি সেই লজ্জা সইতে পারব না। তাই নীরবে নীরবে যুদ্ধ করে চলেছি।’ পলি আরও বলেন, ‘এরই মধ্যে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই। প্রয়োজন উন্নত চিকিৎসা। সে জন্য প্রয়োজন আর্থিক সাহায্য।’
আগের চেয়ে কিছুটা ভালো আছেন তিনি। ক্যানসার জয় করে আবার যেন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পলি সায়ন্তনী।