শিক্ষার্থী রিয়ানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন
রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের মেধাবী ছাত্র রিয়ান কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে সংবাদ সম্মেলনে করেন তার পরিবার। সংবাদ সম্মেলনে বিয়ানের পক্ষে সন্ত্রাসীদের অবিলম্বের গ্রেপ্তার ও দ্রুত শাস্তির দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ তরিকুল আলম পল্টু।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন যাবত ২৫ নং কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘ ৫ বার কাউন্সিলর পদে নির্বাচিত ছিলাম। গত ২১শে জুন ২০২৩ নির্বাচনী আমি একজন কাউন্সিলর প্রার্থী ছিলাম, আমার প্রতিদ্বন্দ্বী আলিফ লাম মাহমুদ লুকেন ২১ শে জুন ২০২৩ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করায় সময় থেকে মারমুখী আচরণ অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে তার লোকবল এবং সন্ত্রাসী কার্যক্রম করেন। তিনি সাংবাদিকদের আরো বলেন উক্ত নির্বাচনী সময় আমার প্রচার মাইক ব্যবহারকারীর উপরে অন্যায় ভাবে মারধর করে। গত ০৩/১০/২৩ তারিখে তালাইমারি বাজার রাস্তার উত্তর পাশে আমার দলীয় কার্যালয়ের ভিতরে আমি ও আমার ভাগ্নে রিয়ান বসে থাকি রাত্রি ১০ঃ৩০ মিনিটে এ সময় প্রথম আসামী লুকেন এসে রিয়ানকে ডেকে নিয়ে যাই এবং রিয়ানের উপরে লুকেল সহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জন রিয়ানের উপর হামলা চালাই।রিয়ান কে হত্যার উদ্দেশ্যে ডান হাতের উপর বুকে মাথায় ডান হাতের কব্জিতে চাইনিজ কুড়াল চাপার হাতুড়ি দিয়ে গুরুতর জখম করে এসময় রিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। তখন তারা রিয়ানের মৃত্যু নিশ্চিন্ত বলে চলে যায়। যাওয়ার সময় আমাকে পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিক আমার ভাগ্নেকে রাজশাহী ডিকেলে নিয়ে যাই। এ বিষয়ে পরবর্তীতে ৪/১০/২৩ তারিখে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন যাহার মামলা নং ৫। তিনি আরো বলেন এত কিছু হওয়ার পরও কেন আসামিদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না। আসামীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি উক্ত আসামিদের দ্রুত প্তারের জারালো দাবি জানান । এই বিষয়ে আলিফ লাম মাহমুদ লুকেন সাথে মুঠো ফোনে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
