সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে ‘সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন’ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বে-সরকারি কর্মচারী ঐক্য পরিষদ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন, সহসভাপতি- শহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম, ক্যাসিয়ার গোলাম কবির রায়হান, প্রচার সম্পাদক ওবাইদুল হকসহ অন্যান্য কর্মচারীগণ।
বক্তারা বলেন, আমাদের দাবি একটাই আমাদের চাকুরি রাজস্বখাতে করতে হবে। আমরা ১-৩০বছর যাবত বহু কষ্টে দিন যাপন করছি। আমাদের বেতন ডেলেবারের নিচে। আমরা যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধিপাচ্ছে আমাদের বেচে থাকা কষ্টকর। তিনবেলা খেতে পাইনা। ছেলেমেয়েদের ভালভাবে লেখাপড়া করাতে পারছি না। এবং ছেলেমেয়েদের জন্য পোশাক কিনতে পারছি না। অসুখ হলে ডাক্তার দেখাতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করছি আপনি আমাদের দিকে একটু নজর দেন। আমাদের চাকুরি যেন রাজস্বখাতে স্থানান্তর হয়। আপনি মমতাময়ী মা। আমরা সারা বাংলাদেশে বেসরকারি কর্মচারী একযোগে কর্মবিরতি পালন করছি। যতদিন চাকুরি সরকারি না হবে ততোদিন আমরা কর্মবিরতি চালিয়ে যাব।
