কুমিল্লায় চোরাই মোটরসাইকেল সিএনজি অটোরিক্সা উদ্ধারসহ ১২ গ্রেফতার
সাইফুল ইসলাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) কুমিল্লার অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৭টি চোরাই সিএনজি, ৬টি চোরাই অটোরিক্সা ও ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
দুপুরে পুলিশ সুপার কাযালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি জানান, চৌদ্দগ্রামের কাশিপুর থেকে একটি সিএনজি চুরি হয়। এ ঘটনায় সিএজির মালিক একটি চুরির মামলা করেন। এ মামলার তদন্ত ও সিএনজি উদ্ধারের অভিযান চালানোর সময় এমন ৭টি চোরাই সিএনজি, ৬টি চোরাই অটোরিক্সা ও ২টি মোটর সাইকেল উদ্ধারসহ মূল আসামী হেদায়েত উল্লাহ মনির এবং অপর আসামী জালাল উদ্দিনসহ তাদের দেয়া তথ্যমতে অপর ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা ও চৌদ্দগ্রামথানায় মামলা দায়ের করা হয়েছে।
