সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উজ্জল হোসেন, পাংশা :

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে

রাজবাড়ীর পাংশা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর)  সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে একটি র‍্যালী বের করে। পরে র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন -  উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন - পাংশা সমাজসেবা কর্মকর্তা রবিউল আলম, জর্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।