ফুটবলের ‘ঈশ্বর’ মেসি
প্রকাশিত : ০১:১০ পিএম, ৫ মে ২০১৯ রোববার

বার্সেলোনা তারকা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদ, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ জোসে মরিনিয়ো। তার ভাষায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ‘ফুটবলের ঈশ্বর’।
মরিনিয়োর মতে, গত বুধবার লিভারপুল-বার্সেলোনা মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে মেসিই ছিলেন পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। তারকা এই ফরোয়ার্ডের জোড়া গোলে শেষ চারের প্রথম লেগের লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। নিজেদের মাঠে এই জয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে এরনেস্তো ভালভেরদের দল।
সেমি-ফাইনালের ওই লড়াইয়ে দারুণ খেলা মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন মরিনিয়ো। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “ফুটবলের এই ঈশ্বর ম্যাচটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। আমি মনে করি সে ম্যাচের ফলটা গড়ে দিয়েছে।”
“লিভারপুল খুব সাহসী মনোভাব দেখিয়েছে। তবে কাম্প নউয়ে আক্রমণে বার্সেলোনাকে হারাতে পারে এমন খুব বেশি দল আছে বলে আমি মনে করি না।”