সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ পরবর্তী মতবিনিময় সভা

এম এ জলিল লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি.

প্রকাশিত : ১১:২৪ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার উদ্যোগ ১২ ই- রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ পরবর্তী মতবিনিময় সভা ৯ অক্টোবর -২০২৩ সোমবার লাকসাম শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট ( হলরুমে) অনুষ্ঠিত হয়েছে। 

লাকসাম উপজেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার সভাপতি ও জশনে জুলুছ মিছিলের আহবায়ক পীরজাদা মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরীর সভাপতিত্বে জুলুছ পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ইসলামিক ফন্ট্র বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মীর মোঃ আবু বাকার।

জুলুছ পরবর্তী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন - ধর্মীয় বক্তা ও ইসলামিক স্কলার অধ্যাপক মাওলানা আনোয়ার হোসাইন সিরাজী, মাওলানা মনোয়ার হোসেন, হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দীন আল- আবেদী, পীরজাদা মাওলানা কুতুব উদ্দীন মুরছালিন, মাওলানা মোস্তাফিজুর রহমান,  হাফেজ মোঃ আবু তাহের, মাওলানা রফিকুল ইসলাম,  তিলিপ দরবার শরীফের শাহজাদা মাওলানা শাহ্ মোঃ হাসান উদ্দীন,  শিহাব উদ্দীন, মোঃ ছালেহ ইমরান আশেকী, বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী হোসেন, মাওলানা গোলাম সরওয়ার, মোঃ মহীউদ্দীন,মামুন গাজী, মোঃ শিপন, মোঃ মারুফ,  প্রমুখ।

১২ ই- রবিউল আউয়াল ২৮ সেপ্টেম্বর সদ্য সমাপ্ত ঐতিহাসিক জশনে জুলুছের  অনুদানের আয়-  ব্যায়ের হিসাব লিখিত ভাবে পেশ করেন জুলুছ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। 
দোয়া মিলাদ ও মুনাজাত শেষে নৈশভোজ গ্রহন করেন উপস্থিত পীর ওলামা মাশায়েক সুন্নী জামাতের নেতৃবৃন্দ