চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সমাপ্তি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৯:৩২ এএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
"শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ অক্টোব) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম শাহীদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
