শুক্রবার   ০৯ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১১ জ্বিলকদ ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন

রুখসানা ইয়াসমিন

প্রকাশিত : ১০:০৪ এএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার

গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এঁর ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ এর সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর, ২০২৩খ্রি. ০৩(তিন) দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। তার ধারাবাহিকতায় ২৭সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বিকাল ৪.৩০ টায় 'শিশু, কিশোর ও যুবদের অংকিত চিত্রকর্মের প্রতিযোগিতা ' ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বিকাল ৪.৩০টায় 'বর্ণাঢ্য শোভাযাত্রা, পাঠচক্র ও শুভেচ্ছা বিনিময় ' এবং ২৯সেপ্টেম্বর, ২০২৩ খ্রি. বিকাল ০৫.০০টায় 'কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'এর আয়োজন  করা হয়। জেলা শিল্পকলা একাডেমি,চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কালচারাল  অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল এর সভাপতিত্বে এবং গোলাম ফারুক মিথুন এর সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে দিবসটি সফলভাবে উদযাপিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন,  বিশেষ অতিথি নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুসহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ। তাঁরা তাঁদের মূল্যবান বক্তব্যে মানবতার মা গণতন্ত্রের মানসকন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জাতির পিতার আদর্শ ও চেতনাকে তাদের বক্তব্যে তুলে ধরেন। এছাড়া 'স্মার্ট বাংলাদেশ 'গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা, নানাবিধ উদ্যোগ গ্রহন এবং তা বাস্তবায়নের কথাও তুলে ধরেন এবং সকলকে বঙ্গবন্ধুর 'সোনার বাংলা' বিনির্মানের জন্য আহ্বান জানান।
দিবসটি উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।