সালথা ডিসি-এসপির সাথে প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শুভেচ্ছা
সাইফুল ইসলাম মারুফ, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ ও পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা) এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সালথা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার
সন্ধ্যায় জেলাপ্রশাসককে এবং রাতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান কার্যনির্বাহী কমিটি। শুভেচ্ছা বিনিময়কালে জেলাপ্রশাসক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বস্তনিষ্ট সংবাদ প্রকাশ করতে হবে। অনেক কন্টেন্ট আছে সেগুলি খুজে বের করতে হবে। সত্য ঘটনা তুলে ধরতে হবে। সংবাদে এক দিকের বক্তব্য না দিয়ে অন্যদিকের বক্তব্য তুলে ধরতে হবে।কেউ কেউ বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ লেখে যেটা সঠিক না। অনেক সময় সত্য ঘটনা আপনারা লিখেন না। সত্য ঘটনাটা লিখতে ভয় পান। প্রশাসনের বিরুদ্ধেও সত্য ঘটনা থাকলে আপনারা লিখবেন আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ লেখবেন। গুজবে কান দিবেন না, যা দেখবেন তা লিখবেন। অন্যের মুখের কথা বিশ্বাস না করে ভালো করে জেনে সঠিক তথ্য তুলে ধরবেন। আপনারা মিথ্যা লিখলে পাঠকও মিথ্যা তথ্য জানবে, সত্য লিখলে সত্য জানবে। সেই কারনে কাউকে মিথ্যা জানাবেন না। এ সময় সালথা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সেলিম মোল্যা, সহ-সভাপতি মনির মোল্যা, হারুণ আর রশিদ, সাইফুল ইসলাম, রেজাউল করিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবলু মিয়া, সাহিত্য পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সুমন, সাংস্কৃতিক
ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া ও কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম। প্রসঙ্গত, গত ০২ সেপ্টেম্বর সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।