জাগরণের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন
মো: সাইফুল আলম সরকার, বিশেষ প্রতিনিধি:
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
রেজিষ্টার্ড চিকিৎসক ও সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুস্ঠিত হয় গতকাল কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসায়। জাগরণের(একটি সামাজিক প্রতিষ্ঠান)উদ্যােগে কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসায় বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে ও আসাদ মাষ্টারের সভাপতিত্বে সচেতনামূলক হেলথ কেম্পেইন অনুষ্ঠিত হয়।এখানে ব্লাড গ্রুপ/ডায়াবেটিস টেষ্টের ব্যবস্থা ছিল।বিনামূল্যে ডাক্তাররা রোগী দেখেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস (স্বাস্হ্য) ডাঃ গোলাম মোরতাজা খন্দকার , ডাঃ গোপা পাল, ডাঃ মুহাম্মদ ইসমাইল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাসুদেব ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম মোল্লাসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
জাগরণের সভাপতি ইঞ্জিনিয়ার আফজালুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ সিদ্দিকুর রহমান রেজভী শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধন অধিবেশন শেষ তারা বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেরা পর্যবেক্ষক করেন। ডাক্তারদেরকে ফুল দিয়ে বরন করে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
সকাল ১০টা থেকে ৪টি বুথের মাধ্যমে বিকাল ৪:০০টা পর্যন্ত কাজ চলে। বিশিষ্ট সাংবাদিক জনাব মো: সাইফুল আলম সরকার, আলমগীর ইসলাম ভুঁইয়া, মো: সুমন আহমেদসহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল।
