চাঁপাইনবাবগঞ্জে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ১০:৪৬ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫ টায় শহরের পাঠানপাড়ায় শহীদ ক্যাডেট একাডেমিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে মানুষের ও দেশের কল্যাণে কাজ করার আহব্বান জানান পত্রিকার সংশ্লিষ্ট কর্মীদের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাক হোসেন, জেলা চেম্বার্সের সদস্য শহিদুল ইসলাম শহিদ, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার লক্ষণ চন্দ্র দাস, হাসান প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল্লাহ হাসান বাবী, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক গৌড় বাংলা’র নিজস্ব প্রতিবেদক শাহনেওয়াজ দুলাল, সাংবাদিক আমিনুল হক আবির, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক রুখসানা ইয়াসমিন জিনাত প্রমূখ।