নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু এর সরকারি চাকুরি হতে অবসরোত্তর ছুটি (পিআরএল)-তে গমন উপলক্ষে কলেজ কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার(১৩ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে বেলা ১১টায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাজাহারুল ইসলাম তরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিউ গভ: ডিগ্রি কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।
বিদায়ী অধ্যক্ষের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু ছিলেন অত্যন্ত বিনয়ী, সরল ও ন্যায়পরায়ণ কর্মকর্তা। তিনি তাঁর বর্ণাঢ্য দীর্ঘ কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। একজন জাতি গড়ার কারিগর হিসেবে তিনি যে অবদান রেখেছেন তা অতুলনীয়। তিনি ছিলেন সময় ও কর্তব্যের প্রতি অকৃত্রিম অনুগত কর্মকর্তা। বক্তারা তাঁর অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু এসময় দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এরূপ সুন্দর, আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য সকল শিক্ষক-কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর পরিবার পরিজন নিয়ে সুস্থ ও নিরাপদ অবসর জীবন যাপনের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষের পরিবারের সদস্যগণ ও কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।