টেকনাফে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ডুবিতে নিখোঁজ থাকা জেলে আব্দুল আমিনের ভাসমান লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। গতকাল রোববার সকাল নয়টার দিকের উপজেলার বাহারছড়া সংলগ্ন সাগর থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।
ওসি বলেন, শনিবার ভোররাতে টেকনাফ লম্বরী ঘাট সংলগ্ন বারবাইন এলাকায় হঠাৎ করে একটি ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। নৌকায় থাকা অপর দুজন রুহুল আমিন ও মো. তারেক সাঁতরে তীরে ফিরতে পারলেও আব্দুল আমিন নিখোঁজ ছিল।
গতকাল রোববার সকালের মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেরা একটি মৃত দেহ সাগরে ভাসমান দেখে ওই ঘাটের লোকজনের কাছে খবর দেন। এরপর নিখোঁজে স্বজনরা নৌকায় করে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং পুলিশকে অবহিত করে একটি অপমৃত্যু মামলা করার পর স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
