মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন
কুদরত উল্যাহ,মনোহরগঞ্জ (কুমিল্লা)
প্রকাশিত : ০৬:০৫ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার
বাংলাদেশের সকল উন্নয়নের পাশে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন গুলোর নাম এবং সহযোগিতা রয়েছে। পক্ষান্তরে বিএনপি ও তাদের দোষররা ক্ষমতায় আসলে গুম, হত্যা,লুটপাট ও বিশৃংখলা। তাই বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।
গতকাল মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন ও কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন এলজিআরডি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো.তাজুল ইসলাম।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.জাকির হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এড.জেসমিন আক্তার,টিপু সুলতান,মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা জেলা সভাপতি সাইফ উদ্দিন আহম্মেদ (পাপ্পু),সহ-সভাপতি অধ্যক্ষ জাকের হোসেন, এড.কিংকর দেবনাথ, সাধারণ সম্পাদক মহসিন রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোর্শেদ।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.সেলিম কাদের চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল এবং যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটোয়ারী সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা /১১ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
