গাজীপুরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার
বর্বরোচিত ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত সকল শহীদদের স্মরণে, গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের আয়োজনে, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা, দোয়া মাহফিল,দুস্তদের মাঝে সেলায় মেশিন, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও মেধাবী গরীব শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এসময় মাওলানা শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ।
উক্ত অনুষ্ঠানে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর আহ্বায়ক অ্যাডভোকেট রীনা পারভীন। গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজ।
গাজীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার। ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর আহ্বায়ক সদস্য আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব, আব্দুল জাব্বার ইউপি সদস্য ভাওয়ালগড় ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড, আবিদ হোসেন বাবুল ০৪ নং ওয়ার্ড, জনাব, মোঃ রাসেল সরকার ০৮ নং ওয়ার্ড, এড. বাবুল হোসেন খান, মো: সেলিম সিকদার, জসিম মাষ্টার বিএসসি, মুক্তিযোদ্ধা কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবুল হাসেম সহ অসংখ্য সাধারণ মানুষ ও আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
পরে উক্ত অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার। গাজীপুর ৩ আসনের এম পি ইকবাল হোসেন সবুজ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার দিনের এর ঘটনার স্মৃতিচারণ করে বলেন,আপা আপা আমি একটি ছবি তুলব এই বলে এক ফটো সাংবাদিক ফটো তুলতেই ২০ সেকেন্ডের মধ্যেই গ্রেনেড হামলা হয়। পরম করুণাময় আল্লাহ রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২১শে আগষ্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে বাঁচিয়ে রেখেছেন। আজ পর্যন্ত ১৯ বার তাকে মৃত্যুর হামলা থেকে রক্ষা করেছেন মহান আল্লাহ তায়ালা। হয়তোবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলি তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সমাপ্ত করবেন, এই জন্য আল্লাহ পাক তাকে বাচিয়ে রেখেছেন। পদ্মা সেতুর উপর দিয়ে গোপালগঞ্জের টুঙ্গী পাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর স্থানে গিয়ে দেখে আসবেন আপনাদের প্রতি আমার আহবান থাকল।
আলোচনা শেষে ভাওয়ালগড় ইউনিয়নের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সেলায়মেশিন, বাইসাইকেল, হুইল চেয়ার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
