সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

কালীগঞ্জে ইউএনও’র উদ্যোগে পেলো অরক্ষিত রেল ক্রসিং ব্যারিয়ার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২০ আগস্ট ২০২৩ রোববার

কালীগঞ্জে আড়িখোলা রেল ষ্টেশনের অদূরে কাপাসিয়া সড়ক সংলগ্ন সাদ্দাম বাজার রেল ক্রসিংটি অরক্ষিত ছিল। গত ৫ জুলাই রাত ২টার দিকে মাইক্রোবাসকে ধাক্কায় দেয় আন্তনগর ট্রেন। এতে মাইক্রোবাসের চালক মো. আল আমিন (৩৫) নিহত হন। আহত হন আরোও ৫ যাত্রী। এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। তখন ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। এ সময় স্থানীয়রা ইউএনও’র কাছে ওই অরক্ষিত রেল ক্রসিংয়ে এক জোড়া ব্যারিয়ার দাবি জানান। ইউএনও তাদের আশ^স্ত করেন। অরক্ষিত রেল ক্রসিং এ দূর্ঘটনার খবর এ পর্যন্ত বহু জাতীয় ও স্থানীয় পত্রিকায় ছাপা হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। স্থানীয়রা ধরেই নিয়েছিলেন, এটি হয়ত আর হবে না। ইউএনও’র নিজ উদ্যোগে মাত্র দুই মাসের ব্যবধানে দুর্ঘটনা প্রবণ এই রেল ক্রসিংয়ের দুই পাশে ব্যারিয়ার স্থাপন করেছেন। তিনি পথচারী ও গাড়ি চালকদের সচেতন করার পাশাপাশি রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ব্যাপারে ইউএনও মো. আজিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস সড়কে নির্মাণকাজ চলমান থাকায় কালীগঞ্জের ভেতরের এই রাস্তাটিতে যানবাহন চলাচলের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে। জুলাই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ওই স্থানে দুটি দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, অরক্ষিত রেল ক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপনের ক্ষেত্রে প্রক্রিয়াগত কারণে কয়েক মাস সময় লাগবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেজন্য বসে না থেকে জনগণের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি 
নিজ উদ্যোগ ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয়দের সহযোগিতায় ব্যারিয়ার দুটি স্থাপন করি। আড়িখোলা ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মো. কামরুল ইসলাম প্রতিবেদককে বলেন, রেলক্রসিং-এ ব্যারিয়ার লাগানোর ফলে দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। উক্ত রেল ক্রসিং-এ বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ডিপার্টমেন্টের অধিনে তিন শিফটে তিন জন গেইটম্যান অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করে যাচ্ছে।