সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

শামীম শরীফ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার

মাগুরায় বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরার আয়োজনে ঐতিহ্যবাহী নোমানী ময়দানে ১৫ আগস্ট ২০২৩ ইং মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় জাতীয় শোক দিবস পালিত হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মাগুরা জেলার ১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড.মোঃ সাইফুজ্জামান শিখর,ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা ২ আসনের এমপি, মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা,মোঃ মশিউদ্দৌলা রেজা, পুলিশ সুপার মাগুরা, বীর মুক্তিযোদ্ধা, আ, ফ, ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা শাখা, মাগুরা, পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান, জেলা পরিষদ মাগুরা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা, মাগুরা, বীর মুক্তিযোদ্ধা, মোঃ আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা, মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, পৌরসভা, মাগুরা, ও জয়েন সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা, মাগুরা। প্রেসক্লাব মাগুরা, ছাত্রলীগ, যুবলীগ, জেলা আইনজীবী সমিতি, মাগুরা মেডিকেল কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ , বিভিন্ন সরকারি দফতর, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী । সন্ধ্যার পর মাগুরা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ডকুমেন্টারি প্রচার করা হবে বলে জানা যায়।  এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।