গাজীপুরে শোক দিবসে চিত্রাংকন,কবিতা,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত : ১১:২১ এএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চিত্রাংকন,কবিতা,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯.৩০ টায় মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনায় মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সদস্য হারুন অর রশীদ বি.এসসি।
অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন এর সঞ্চালনায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন বি.এসসি।
উক্ত চিত্রাংকন,কবিতা,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেল আওয়ামীলীগ এর আহবায়ক সদস্য আবু জাফর,অত্র মাদ্রাসার দাতা সদস্য দেলোয়ার হোসেন,অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য আঃ মজিদ,রাইস উদ্দিন সরকার,সোলাইমান,আঃ কাদির, অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মকবুল হোসাইন,মরিয়ম আক্তার,ছাবিকুন নাহার সহ অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রীরা।
আলোচনা শেষে চিত্রাংকন,কবিতা,রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিরা।
