৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী
নজরুল ইসলাম,গাজীপুর উত্তর
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' এর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপনের অংশ হিসেবে মাননীয় মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনায় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর ব্যবস্থাপনায়।
১৫ আগস্ট দুপুর ২ টায় “মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে গাজীপুর জেলাধীন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়ন এলাকার ২০০ শত গরীব দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাউল, ডাল, চিনি, তৈল এবং আলু) বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, পিবিজিএম, পিএসসি, পদাতিক, অধিনায়ক গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৬ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
