মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান; বঙ্গবন্ধু পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপ-আঞ্চলিক কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সহকারী আঞ্চলিক পরিচালক শামসুজ্জামান বাবু। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান। আলোচকগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকার কাজে আত্মনিয়োগ করার আহ্ধসঢ়;বান জানান। দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মুখতার আলী। আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও সুধীজনরা অংশগ্রহণ করেন।