মনোহরগঞ্জ প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ(কুমিল্লা)
প্রকাশিত : ১০:৫২ এএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার
'মনোহরগঞ্জ প্রেসক্লাব' এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে মনোহরগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুরুন্নবী চৌধুরী সেলিম, সদস্য আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, কুদরত উল্লাহ, মাসুদ আলম, মোঃ সাকিব প্রমুখ। অতীতের ন্যায় আগামীদিনেও সমাজের অসংগতি, জনজীবনের সমস্যা, সংকট ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে তুলে ধারাবাহিকতা অব্যাহত রাখতে সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
