চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় টিসিবি’র পণ্য কিনতে মানুষের ভিড়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রোববার
প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার(১৩আগস্ট) থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করছে টিসিবি।
এদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে টিসিবির ন্যায্য মূল্য পণ্য সংগ্রহ করেন সাধারণ ক্রেতারা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকার মধ্যম ও নিম্ন আয়ের লোকজন দীর্ঘ লাইনে দাড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য ক্রয় করছেন। এতে পণ্য ক্রয়ের সময় ক্রেতা সাধারণের ভিড় ছিল চোখে পরার মত।
টিসিবির পন্য বিক্রির দায়িত্বে ছিলেন মো. মাসুদ রানা জানান- আমরা চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভিতরে চেয়ারম্যান মহোদয়ের তত্ত্বাবধানে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পণ্য সামগ্রী বিক্রি করছি। আমরা আমাদের ট্রাক থেকে জনপ্রতি ৫ কেজি চাল, মশুরের ডাল সর্বোচ্চ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার করে দিচ্ছি। তিনি আরো জানান, অত্র এলাকায় রবিবার ও সোমবার দুইব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
