মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
শামীম শরীফ মাগুরা প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
মাগুরায় ঐতিহ্যবাহী নোমানী ময়দানে ৯ আগস্ট বুধবার ২০২৩ ইং সকাল ১১ ঘটিকার সময় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ফরম মাগুরা জেলা শাখা মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য, সম্পাদক মন্ডলী, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ।
তিনি বলেন, আজ আন্তর্জাতিক আদিবাসি দিবস, ১৯৯৪ সালের ২৩ শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৪৯/২১৪ ধারা অনুযায়ী প্রতি বছর ৯ আগস্ট কে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
এই দিবসের মূল লক্ষ্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ বিভিন্ন সংস্থা নাগরিক সমাজ, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সকল আদিবাসীদের অধিকার সম্পর্কে অধিকতর সচেতন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অধিকতার সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসে।
অনুষ্ঠানে মাগুরা জেলার আদিবাসীরা ১১ দফা দাবি তুলে ধরেন।
১। আত্মনিয়ন্ত্রণ অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২। আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে।
৩। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এ লক্ষ্যে সময়সূচী ভিত্তিক রোড ম্যাপ ঘোষণা করতে হবে ভূমি কমিশন আইন অবিলম্বে কার্যকর করতে হবে।
৪। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সম্পা বসু, সদস্য, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
অনুষ্ঠান সভাপতিত্ব করেন হীরালাল কর্মকার লহর, সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম জেলা শাখা, মাগুরা।
ধীরেন্দ্রনাথ সরকার, বাগদি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মাগুরা জেলা শাখা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার দাস মন্টু সাধারণ সম্পাদক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বি ডি ই আর এমন) মাগুরা জেলা শাখা, মাগুরা।
