মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতীয় অনুষ্ঠান দেখানো হয়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষে সদর উপজেলার ১২ জন নারীকে একটি করে সেলাইমেশিন প্রদান করা হয়। এছাড়া আরো ১০ জনকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪০ নারীকে সেলাইমেশিন
ও ৪০ জনকে ৮০ হাজার টাকা প্রদান করা হয়।