চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষমেলায় ৪ লাখ টাকার চারা বিক্রি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার দুইশো চারা বিক্রি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
সোমবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন মেলার আয়োজকরা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কেএম কাওসার হোসেন, উদ্যোক্তা মুনজেরুল আলম, জেলা কালচার অফিসার ফারুকুর রহমান ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি উদ্যোক্তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জেলার নার্সারি উদ্যোক্তাদের মধ্যে মনামিনা কৃষি খামারকে সেরা ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
এবারের মেলায় ১৮ টি নার্সারি অংশগ্রহণ করে এবং স্টল সংখ্যা ছিল ২৫ টি।
বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত চলে মেলা কার্যক্রম।
