খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা`র ৯৩তম জন্মবার্ষিকী উদযাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা'র উদ্যোগে সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও মঙ্গমাতা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রসাঞো চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স'র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। সে কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন বেগম মুজিব। বঙ্গবন্ধু ও বাংলাদেশ যেন একই সূত্রে গাঁথা। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পরিষদের সদস্য শতরুপা চাকমা
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার,জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা বাঁশরি মারমা,সাংগঠনিক সম্পাদিকা অন্তরা খীসা,জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফারজানা আজম সহ আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
