রেমিটেন্স প্রদানে প্রথম চরবাগডাঙ্গা ব্র্যাক ব্যাংক এজেন্ট
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং রাজশাহী জোনের মধ্যে রমজান রেমিট্যান্স ক্যাম্পেইনে রেমিটেন্স প্রদান ২০২৩-এ প্রথম পুরস্কার অর্জন করেছেন। গতকাল রবিবার (০৭ জুলাই) রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে রাজশাহী অঞ্চল (আর-৫) এর একটি এজেন্ট মিট প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
ব্র্যাক ব্যাংক চরবাগডাঙ্গা এজেন্ট ব্যাংকিং-এর পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন অত্র ব্যাংকের পরিচালক সুমন রানা এবং তার হাতে এই পুরস্কারটি তুলে দেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান নাজমুল হাসান। এসময় উপস্থিত ছিলেন-ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাননীয় প্রধান জনাব নাজমুল হাসান, ক্লাস্টার এবং রাজশাহীর বিএম দুলাল মিয়া, এসএমই বিভাগের অঞ্চল প্রধান আহসান হাবীব, টেরিটরি ম্যানেজার, কাজী আহসান হাবীব, ব্যবস্থাপক কৌশল ও ব্যবসায়িক পরিকল্পনা জনাব খালেদ মোহাম্মদ আলী, আঞ্চলিক সমন্বয়কারী জনাব গাজী জোনায়েত হোসেন, চাঁপাই বিএমের পক্ষে বিওএম মিসেস কাজী মৌসুমী আক্তার, এআরও (রাজশাহী এলাকা) জনাব মোঃ কামরুজ্জামান , এআরও (চাঁপাইনবাবগঞ্জ এলাকা) জনাব হারুন আর রশিদ এবং রাজশাহী অঞ্চলের সকল এজেন্ট (আর-5)-এর সদস্যগণ।
অত্র ব্যাংকের পরিচালক সুমন রানা বলেন, আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত এ পুরস্কার অর্জনে সমস্ত চরবাগডাঙ্গাবাসীর প্রতি এবং যাদের পরিশ্রমে আমরা এ জায়গায় উপনীত হয়েছি বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা-গ্রাহক-সুধী-ব্যবসায়ী উল্ল্যেখ্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রকৃতপক্ষে এই অর্জন কেবল আমাদের নয় বরং সকলের অর্থাৎ সমস্ত যারা আমাদের যাত্রার শুভ সূচনা লগ্ন থেকে এখনো পর্যন্ত অত্যন্ত বিশ্বস্ততার সাথে লেনদেন করে চলেছেন।
তাই আমরা অত্যন্ত আশাবাদী যে, ভবিষ্যতেও সবাই একইভাবে আমাদের সাথে থাকবেন এবং ব্র্যাক ব্যাংক চরবাগডাঙ্গা এজেন্ট ব্যাংকিং শাখা-কে কেবল রাজশাহী নয় বরং সমস্ত বাংলাদেশের মধ্যে একটি সফলকাম এজেন্ট ব্যাংকিংয়ে রূপান্তর করতে সহায়তা করবেন। অবশেষে সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।
