টুঙ্গিপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯৩ তম জন্মদিন পালন
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ০১:৫০ পিএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে প্রথমে ফাতেহা পাঠ করে বিশেষ দোয়া মাহফিল করেন দলীয় নেতাকর্মীরা। পরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা মেয়র তোজাম্মেল হক টুটুল , জাহাঙ্গীর হোসেন, শুকুর আহমেদ, এমদাদুল হক বিশ্বাস, জিয়াউল বশির টুটুল, সাইফুল ইসলাম,সহ ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
