মনামিনা’র পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত : ১০:২৯ এএম, ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার
মনামিনা কৃষি ফার্মের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার(৭ আগস্ট) দুপুরে শহরের ডিসি অফিসের সামনে বৃক্ষমেলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা। এসময় প্রধান অতিথি সকলকে গাছের চারা রোপণেই সীমাবদ্ধ না থেকে গাছ পরিচর্যা করার ব্যাপারে বিশেষ আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রোকসানা আহমদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনামিনা কৃষি ফার্মের প্রতিষ্ঠাতা মো. মতিউর রহমান জানান, বৈশ্বিক উষ্ণায়নসহ জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি গাছ লাগাতে উৎসাহ জোগাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পড়ালেখার পাশাপাশি শিশুরা যাতে গাছের পরিচর্যা ও বৃক্ষরোপণ করতে আগ্রহী হয় এজন্য প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে কমলা, মালটা ও ফলজ গাছের মোট ২হাজার চারা বিনামূল্যে প্রদান করা হয়।
