ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৬ আগস্ট ২০২৩ রোববার
লাকসাম পৌর শহরের পশ্চিমগাও কলেজপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে রবিউল হোসেন বাপ্পির বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। ওয়ারেন্ট হওয়ার প্রায় বছর হলেও এখনো তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়নি লাকসাম থানা পুলিশ। রবিউল হোসেন বাপ্পির প্রথম স্ত্রী ফাতেমা আক্তার পপি কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, পপিকে না জানিয়ে ২য় বিয়ে করে পপি ও বাপ্পির ১৯ মাসের একটি ছেলে সন্তান থাকলেও সন্তানের বয়স মাত্র ৩ মাস থেকে বাপ্পি স্ত্রী ও সন্তানের কোন খোজখবর না নিয়ে আরেকটি বিয়ে করে সংসার করছে বাপ্পি ও তার পরিবার।
