চাঁপাইনবাবগঞ্জে সেন্ট্রাল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পুরাতন জেলখানা সংলগ্ন সেন্ট্রাল মসজিদ ভেঙে নতুন আধুনিক ৬ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(৪ আগস্ট) সকালে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট শাজাহান আলী বিশ্বাস এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, অ্যাডভোকেট সোলায়মান বিশু, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ স্থানীয় মুসল্লিগণ।
মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া করা হয়।