মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন  

মাহফুজ বাবু

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

বর্ণাঢ্য আয়োজনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে, অবৈধ মাদক পাচার ও মাদকের অপব্যবহার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৩০ জুলাই) সকালে র‌্যালী, জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় নগর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়। মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা, অবৈধ মাদক পাচার ও এর অপব্যবহার রোধে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো: জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাক্ষ বীর মুক্তিযোদ্ধা ড.আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।