শ্রীপুরে তাঁতীলীগের মতবিনিময় সভা
এস.এম দুর্জয়
প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
গাজীপুরের শ্রীপুর উপজেলা তাঁতীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ জুলাই) বিকেলে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা তাঁতীলীগের আহবায়ক মো:মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মো:সিকদার মাহমুদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা তাঁতীলীগের আহবায়ক খন্দকার মো:সোহরাব হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা তাঁতীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.সোহেল রানা।উক্ত মতবিনিময় সভায় উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন তাতীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মতবিনিময় সভায় বক্তারা বলেন,আওয়ামী লীগের যেকোন জনসভা,মিটিং মিছিল সফল করার জন্য উপজেলা তাঁতীলীগ তাদের নেতৃবৃন্দ নিয়ে যোগদান করবে।যাতে শ্রীপুর উপজেলা তাঁতীলীগ একটি শক্তিশালী সংগঠন তা জনসভায় অংশগ্রহণ করে বুঝিয়ে দিতে হবে।বক্তারা আরো বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ ও দেশরত্ন শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করে চলেছে তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।গাজীপুর - ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা তাঁতীলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে,(ইনশাআল্লাহ)! এসময়ে আরো উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়ন তাঁতীলীগ নেতা মো:সোহরাব খান,আশরাফুল আলম,তেলিহাটি ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন,হাজ্বী বাদল মৃধা,গাজীপুর ইউনিয়ন থেকে মনজুরুল আলম সরকার, এ্যাড.মোহাম্মদ আলী,রাশিদুল ইসলাম রাসেল, কাওরাইদ ইউনিয়ন থেকে কামরুল আহসান গোলাপ,তাজুল ইসলাম,গোসিংগা ইউনিয়ন থেকে কামাল হোসেন,মিলন,বরমী ইউনিয়ন থেকে আবু রায়হান,রতন শেখ,এনামুল হক বিজয়,প্রহলাদপুর ইউনিয়ন থেকে হারেজ আলী,শ্রীপুর পৌর থেকে হেলিম কারী,রমজান আলীসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দ।
