বাহরাইনে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
বাহরাইনে নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত উইজেরত্নে মেন্ডিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (১৬ জুলাই) বাহরাইনে শ্রীলঙ্কান রাষ্ট্রদূতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, দুই রাষ্ট্রদূতের সাক্ষাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
