আগামীকাল বেনাপোল পৌরসভার ভোট
নাসিম আক্তার, বেনাপোল (যশোর)প্রতিনিধি
প্রকাশিত : ০২:০১ পিএম, ১৬ জুলাই ২০২৩ রোববার
দীর্ঘ এক যুগ পর আগামী কাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বেনাপোল পৌরসভার নির্বাচন। অনেক দিন পর হওয়ায় এই নির্বাচনটি পৌরবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় মুখরিত বেনাপোল পৌর এলাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা।
২০১১ সালের পহেলা মার্চ বেনাপোল পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে আর কোনো নির্বাচন হয়নি। সেই নির্বাচনে জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে তার মেয়াদ শেষ হলেও প্রথম শ্রেণির এ পৌরসভার সীমানা নিয়ে মামলার কারণে নির্বাচন আটকে যায়।
বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন দুই জন-আওয়ামীলীগের প্রার্থী মোঃ নাছির উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মফিজুর রহমান সজন।
পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫ জন ও ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ৪৭ জন। মেয়র প্রার্থীরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রতিশ্র“তি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাইতে।
কাউন্সিলররাও সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারনা।
আগামীকাল সোমবার ১৭ই জুলাই ইভিএম এ ভোট গ্রহন হবে। এ নির্বাচনে ১২টি কেন্দ্রে ৯৫টি ইভিএমে ভোট নেওয়া হবে।। আর মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন।এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটার রয়েঠেন ১৫ হাজার ৩৪১ জন।
