বন্যপ্রাণীর গল্প
শাহরিয়ার শ্রাবণ
প্রকাশিত : ০৯:২৩ এএম, ১৬ জুলাই ২০২৩ রোববার

ছবি: সুমন দাস
একবার কি হয়েছিল, একটা ছেলে, একটা মেয়ে পরস্পরকে খুব ভালো বাসতো। একদিন হঠাৎ মেয়েটিকে মৃত্যু ছিনিয়ে নিয়ে গেল। মৃত্যুর পর মেয়েটির আওয়াজ এলো তার প্রেমিক কে উদ্দেশ্য করে, আ কাশের ওপর প্রান্ত থেকে।
"কত কথা দিয়েছিলে, একেকটি আমার প্রতিশ্রুতির পক্ষে, তুমি দেখা করবে নাকি, প্রত্যেক অলি-গলি
প্রত্যেকটি দরজার অলক্ষে। তোমায় ভালোবেসে আজ পেলাম শুধু প্রতারণা সবাই এলো, কেঁদে গেল আমার মরণে, আমার শোক যাত্রায়, শুধু তুমিই এলে না। তখন দুর থেকে ছেলেটির আওয়াজ ভেসে এলো সে বলল "কত কথা রেখেছি তোমার একেকটি কথা রাখার ছলে, তোমার সাথে কথা ছিল দেখা হবে, যদিও যাও মরণের কোলে।
না আমি বেঈমান, না প্রতারক, আমি বেসেছি ভালো তোমায়, প্রকাশ্যে ও গোপনে।
তুমিই শুধু পেছন ফিরে আমায় দেখলে না,
আরেকটি শোকযাত্রা ছিল, তোমারই শোকযাত্রার ঠিক পেছনে।"