মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

রাজশাহীর দুর্গাপুরে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

​​​​​​​রাজশাহী প্রতিনিধি : 

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৬ জুলাই ২০২৩ রোববার

রাজশাহীর দূর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।  

রাজশাহীর দূর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে দূর্গাপুর উপজেলার একটি পুকুরে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ৮ বছরের শিশু মেঘা এবং ২০ বছরের নারী হীরা।তারা দুজনেই প্রতিবন্ধি ছিলেন। 

 

স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান,শুক্রবার সকালে শারীরিক প্রতিবন্ধি হীরা তার বৃদ্ধ বাবার কাপড় ধুয়ে দিতে পুকুরে যায়।এসময় সে বাকপ্রতিবন্ধি মেঘাকেও সাথে নেয়।ধারনা করা হচ্ছে কোনভাবে তারা পুকুরে পড়ে যায় এবং সাঁতার না জানায় দুজনেই পুকুরে ডুবে মারা যায়।এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।  পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।