মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ৯ জুলাই ২০২৩ রোববার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন ভারতীয় এক দম্পতি। রোববার দুপুরে উপজেলার হরিপুর-করিমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান।
নিহত ৪০ বছর বয়সী জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার পিড়াসন গ্রামের মনসুর আলীর ছেলে।
আহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার রাজনগর গ্রামের আব্দুল খালেক (৫০) ও তার স্ত্রী সায়েরা বেগম (৪৫)। তারা চাঁপাইনবাবগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি জোবায়ের আহাম্মদ বলেন, দুপুর পৌনে ১টার দিকে কানসাট থেকে গোমস্তাপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। তাতে অটোরিকশার তিন যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউরকে মৃত ঘোষণা করেন।
আহত খালেক ও তার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।