মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার ছাইদুল হাসান, বিদায় নিলেন রকিব

মোঃ লিটন, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার

গত বুধবার (০৫ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম-সেবা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের উদ্দেশ্যে রাজশাহী বিমানবন্দরে উপস্থিত হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

অতঃপর নবাগত পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম ( বার) পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ নিকট হতে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলার ঊর্ধ্বতন অফিসার বৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।

 

পুলিশের চিরায়ত নিয়মে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার)। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিদায়ী পুলিশ সুপারের সন্মানে প্রথম পর্বে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার স্ব-পরিবারে পুলিশ লাইন্স মেস-এ অফিসার ফোর্স দের সাথে নৈশভোজে অংশগ্রহন করেন। পরবর্তীতে ২য় পর্বে বিশেষ কল্যান সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার পুলিশ অফিসার ফোর্সের মাঝে অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়লে পুলিশ লাইনসের বাতাস ভারী হয়ে ওঠে।

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ফুল দ্বারা সুশোভিত ও সুসজ্জিত গাড়িতে সন্মানিত পুলিশ সুপার কে বিদায় জানানো হয়। পুলিশ সদস্যরা পুলিশ সুপার কে বহন করা সুসজ্জিত গাড়িটি রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের বাইরে নিয়ে আসেন। এসময় জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার প্রিয় ও অভিভাবকতুল্য পুলিশ সুপার কে বিদায় জানানোর সময়ে বেশিরভাগ পুলিশ সদস্য অশ্রুসজল হয়ে পড়েন।

 

এ এইচ এম আবদুর রকিব বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) তাঁর পরবর্তী গন্তব্যস্থল পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা হিসেবে যোগদান করতে যাচ্ছেন।