অসামাজিক কার্যকলাপ, চট্টগ্রামে ১০ নারী-পুরুষ আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:০২ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
বুধবার (৫ জুলাই) রাতে থানার স্টেশন রোড এলাকার হোটেল হিলটাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
